PSC Miscellaneous Prelims 2019 Part_5 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

PSC Miscellaneous Prelims 2019 Part_5 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

61.লতা মঙ্গেশকরের আসল নাম কী?
(a) মীনা
(b) হেমা
(c) নীতা
(d) সীমা
উঃ (b)


62.কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল ‘গোয়েন্দা গণ্ডালু'র  স্রষ্টা?
(a) সুলতা রাও
(b) লীলা মজুমদার
(c) সরোজিনী নাইডু
(d) নলিনী দাস
উঃ (d)


63.1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণ পদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন?
(a) জার্মানি
(b) পশ্চিম জার্মানি
(c) পূর্ব জার্মানি
(d) পোল্যান্ড
উঃ (b)


64.নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন?
(a) অলকানন্দা রায়
(b) মমতা শঙ্কর
(c) সুতপা তালুকদার
(d) অমিতা দত্ত
উঃ (a)


65.ঝুলন গোস্বামীর ‘বায়োপিক'-এ কে নামভূমিকায় অভিনয় করছেন?
(a) দীপিকা পাড়ুকোন
(b) তাপসী পান্নু
(c) বিপাশা বসু
(d) অনুষ্কা শর্মা
উঃ (d)


66.বলিউডের বিখ্যাত চলচ্চিত্র 'হাইদার' কোন ইংরেজি নাট থেকে অনুপ্রাণিত ?
(a) আমর্শ অ্যান্ড দ্য ম্যান
(b) প্রাইড অ্যান্ড প্রেজুডিস
(c) ওয়ার অ্যান্ড পিস
(d) হ্যামলেট
উঃ (d)


67.গ্রেটা পুনবার্গ (খনবার্গ) কে?
(a) সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী।
(b) সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সঙ্কট দূরীকরণে আন্দোলনরত।
(c) কিউবার এক সংগীত শিল্পী যিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।
(d) জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছে।
উঃ (b)


68.আনা বার্নস্-এর উপন্যাস 'মিল্কম্যান' কী পুরস্কার লাভ করে ?
(a) নোবেল পুরস্কার
(b) পুলিটজার পুরস্কার
(c) ম্যান বুকার পুরস্কার
(d) এডগার পুরস্কার
উঃ (c)


69.ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী ?
(a) আইন সভার সকল নির্বাচিত সদস্য
(b) ভারতের প্রধানমন্ত্রী
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) ভারতের সকল নাগরিক
উঃ (d)


70.'The Trial' বইটির রচয়িতা কে?
(a) মার্ক টোয়েন
(b) ফ্রান্‌স কাকা
(c) জেমস্ জয়েস্
(d) আর্নেস্ট হেমিংওয়ে
উঃ (c)


71.নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে?
(a) কুয়ালালামপুর
(b) দোহা
(c) আবু ধাবি
(d) হংকং
উঃ (c)


72.পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছেন?
(a) রজার ফেজারায়
(b) নোভাক জোকোভিচ
(c) রাফায়েল নাদাল
(d) আলেকন্ডার জুভেরেভ
উঃ (b)


73.2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরুস্কারের জন্য মনোনীত হয়েছে?
(a) গাল্লি বয়
(b) ষাড় কি আঁখ
(c) স্কাই ইজ্ পিংক
(d) কবীর সিং
উঃ (a)


74.কোন চিত্রপরিচালকের জন্মশতবর্ষ এই বছরে (2022) পালিত হচ্ছে?
(a) ঋত্বিক ঘটক
(b) মৃণাল সেন
(c) সত্যজিৎ রায়
(d) উৎপল দত্ত
উঃ (c)


75.কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে?
(a) তেলেঙ্গানা
(b) কেরালা
(c) গুজরাট
(d) মহারাষ্ট্র
উঃ (b)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ