PSC Miscellaneous Prelims 2019 Part_4 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

PSC Miscellaneous Prelims 2019 Part_4 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

46.নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ ?
(a) ঝনক খনক পায়েল বাজে
(b) উমরাহ জান
(c) মুঘল-এ-আজম
(d) শতরঞ্জ কে খিলাড়ি
উঃ  (d)


47.‘দস্ত-ই-মারগো' বা 'মৃত্যু-মরুভূমি' কোন দেশে অংশ ?
(a) সৌদি আরব
(b) কাজাখস্তান
(c) ইরাক
(d) আফগানিস্তান
উঃ (d)


48.ভারতীয় সংবিধানের প্রথম নক্সাও তার পাণ্ডুলিপিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল?
(a) যামিনী রায়
(b) নন্দলাল বোস
(c) অমৃতা শেরগিল
(d) গণেশ পাইন
উঃ (b)


49.‘টোবা টেক সিং' গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা?
(a) দেশভাগ
(b) 1857-এর বিদ্রোহ
(c) অসহযোগ আন্দোলন
(d) বিপ্লবী আন্দোলন
উঃ (a)


50.'গোটিপুয়া' ভারতের কোন প্রদেশের নৃত্য ?
(a) ওডিশা
(b) মহারাষ্ট্র
(c) কেরালা
(d) অন্ধ্ৰপ্ৰদেশ
উঃ (a)


51.অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক?
(a) শ্যাডো লাইন্‌স
(b) গ্লাস প্যালেস
(c) হাংরি টাইড
(d) কাউন্টডাউন
উঃ (b)

 ব্যাখ্যা : অমিতাভ ঘোষের কিছু বই - ঘোষ দ্য সার্কেল অফ রিজন, দা শ্যাডো লাইনস, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, গান আইল্যান্ড, পপিসের সাগর, ধোঁয়ার নদী, আগুনের বন্যা, বন্দুক দ্বীপ, জঙ্গল নামা ইত্যাদি।


52. 'হ্যারি পটার' সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক?
(a) ডাডলি ডার্সলি
(b) লর্ড ডলডেমোর্ট
(c) সেভেরাস স্নেপ
(d) উপরের কেউ নন
উঃ (b)


53.নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় ?
(a) অরাল সাগর
(b) কৃষ্ণ সাগর
(c) ভূমধ্যসাগর
(d) লোহিত সাগর
উ: (a)


54. বিখ্যাত জীবনীমূলক রচনা ‘দি ডায়রী অফ আ ইয়াং গার্ল-এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতিয় মানুষ ছিলেন?
(a) পোলিস
(b) ডাচ (ওলন্দাজ)
(c) অস্ট্রেলিয়ান
(d) জার্মান
উঃ (d)


55.ড্যান ব্রাউনের অতিপরিচিত নায়ক ‘ডেভিড ল্যাংডন'-এর ডাকনাম ছিল-
(a) ইউনিকর্ন
(b) স্কুইরেল
(c) ল্যাম্ব
(d) ডলফিন
উঃ (d)


56.‘নিবারণ চক্রবর্তী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কী তার উপজীবিকা?
(a) উপন্যাস — গোরা, উপজীবিকা— ব্রাক্ষ্মণ পুরোহিত।
(b) উপন্যাস —  ঘরে বাইরে, উপজীবিকা — স্বদেশি নেতা।
(c) উপন্যাস —  যোগাযোগ, উপজীবিকা – শিক্ষক।
(d) উপন্যাস — শেষের কবিতা, উপজীবিকা – কবি
উঃ   (d)


57.নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনি ?
(a) পলিয়ানা
(b) রেবেকা
(c) আনা কারেনিনা
(d) জেন আইয়ার
উঃ  (a)


58.নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত ?
(a) অহিচ্ছত্র
(b) শিওপালগড়
(c) বামনগাঁও
(d) মোগলমারি
উঃ (d)


59.পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি?
(a) অ্যান ইনকনভিনিয়েন্ট টুথ
(b) কোল্ড পারসুইট
(c) নাইট অন আর্থ
(d) দ্য রিভার ওয়াইল্ড
উঃ (a)


60.'সওয়া সের গেঁহু' কোন লেখকের রচনা?
(a) প্রেমচন্দ্র
(b) খুশবন্ত সিং
(c) কমলেশ্বর
(d) জয়শঙ্কর প্রসान
উঃ (a) 

ব্যাখ্যা : হিন্দি সাহিত্যে 'উপন্যাস-সম্রাট' হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করে তাঁকে “হিন্দি সাহিত্যের বঙ্কিম” বলা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ