PSC Miscellaneous Prelims 2019 Part_3 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

PSC Miscellaneous Prelims 2019 Part_3 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

31. সাধারণত, অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নীচের কোনটি বিদ্যুতের পরিবাহক?
(a) ডায়মন্ড
(b) গ্রাফাইট
(c) সালফার
(d) ফুলিরিন
উঃ (b) 

ব্যাখ্যা : গ্রাফাইট অধাতু হলেও তড়িতের পরিবাহী। গ্রাফাইট অণুর গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায়, গ্রাফাইট অণুর গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে প্রতিটি কার্বনে 1টি করে মুক্ত ইলেকট্রন থাকে। কার্বন পরমাণুতে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে বলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।


32.নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার হয়?
(a) ইথিলিন
(b) মিথেন
(c) ক্লোরিন গ্যাস
(d) আইসোপ্রোপাইল অ্যালকোহল
উঃ (a) 

ব্যাখ্যা : ইথিলিন হলো গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায় ।
ব্যবহারঃ
i. কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিনের বহুল ব্যবহার রয়েছে।
ii. উদ্ভিদের ফুল ও ফল সৃষ্টিতে এর কৃত্রিম ব্যবহার রয়েছে।


33.  কিডনির (বৃক্ক) পরিস্রাবণ ইউনিটকে বলে
(a) ইউরেটার
(b) ইউরেথ্রা
(c) নিউরন
(d) নেফ্রন
উঃ (d)

 ব্যাখ্যা : নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরী করে এবং প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় 1 মিলিয়নের মত। নেফ্রন প্রধানত দুটি অংশে বিভক্ত।
যাত্রা-ক) রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ, খ) রেনাল টিউবিউল। ক) রেনাল করপাসল: নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল করপাসল বলে। এটি আবার দুটি অংশে বিভক্ত। যথা-
i) বোমান্স ক্যাপসুল
ii) গ্লোমেরুলাস
খ) রেনাল টিউবুল: বোম্যান্স ক্যাপসুলের অক্ষীয়দেশ থেকে সংগ্রহী নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালীটিকে টিউব্যুল বলে। গ্লোমেরুলাস হতে প্রাপ্ত আলট্রা ফিলট্রেট তরল রেনাল টিউব্যুলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই সময় এই তরল আরও কয়েক দফা শোষণ ও নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং সবশেষে যে তলরটি পাওয়া যায় সেটিই হলো মূত্র। প্রতিটি টিউব্যুল 3টি অংশে বিভক্ত। যথা-
i) নিকটবর্তী প্যাঁচানো নালিকা
ii) হেনলির লুপ
iii) প্রান্তীয় প্যাঁচানো নালিকা


34. উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল
(a) সাইট্রিক অ্যাসিড
(b) ক্লোরোফিল
(c) ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড
(d) ফিনাইল অ্যাসেটিক অ্যাসিড।
 উঃ (c) 

ব্যাখ্যা : অক্সিন উদ্ভিদদেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড [Indole Acetic Acid বা IAAJ উদ্ভিদের কান্ড ও মূলের অগ্রভাগ, মুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোশ ইত্যাদি থেকে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত যেসব জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের একসঙ্গে অক্সিন বলে। যথা : ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড [IAA] প্রভৃতি।


35.বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে -
(a) প্রোটিন
(b) নাইট্রেট ও নাইট্রাইট
(c) ইউরিয়া
(d) নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া
 উঃ (b)


36. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা
(a) 11 জোড়া
(b) 27 জোড়া
(c) 32 জোড়া
(d) 31 জোড়া
উঃ (d) 

ব্যাখ্যা : মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সুষুম্না স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসাবে কাজ করে।

 
37.মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয় ?
(a) পেপসিন
(b) সেলুলেজ
(c) অ্যামাইলেজ
(d) ট্রিপসিন
উঃ (c) 

ব্যাখ্যা : লালা গ্রন্থি থেকে নিঃসৃত স্যালাইভারি অ্যামাইলেজ হলো প্রথম এনজাইম যেটি খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। এটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনে সাহায্য করে।


38.সালোকসংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে—
(a) জল
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) গ্লুকোজ
(d) কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ দুটোর
উঃ (a) 

ব্যাখ্যা : সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, জল এবং কার্বন ডাই অক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে অক্সিজেন ছেড়ে দেয় এবং গ্লুকোজ অণু তৈরি করে। জলের ফটোলাইসিস হল সালোকসংশ্লেষে মুক্ত অক্সিজেনের উৎস।

 
39.ডেঙ্গু রোগের জীবাণু বহন করে
(a) ঈডিস মশা
(b) অ্যানোফিলিস মশা
(c) কিউলেস্ক মশা
(d) উপরোক্ত কোনোটিই নয়
উঃ (a)

 ব্যাখ্যা : ডেঙ্গু ভাইরাস প্রাথমিকভাবে এডিস মশা দ্বারা পরিবাহিত হয়,বিশেষ করে Aedes aegypti দ্বারা। ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি।

 
40. CO2, জলীয় বাষ্প (H2O vapour), CH4, এবং CO-র মধ্যে কোন গ্রীনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক?
(a) CO2
(b) CO
(c) H2O vapour
(d) CH4,
উঃ (c) 

ব্যাখ্যা : বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন ।


41. স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন?
(a) খাসাবা দাদাসাহেব যাদব
(b) কারনাম মালেশ্বরী
(c) লিয়েন্ডার পেজ
(d) অভিনব বিন্দ্রা
উঃ (a)


42.বিখ্যাত উপন্যাস ‘পালামৌ' কার রচনা?
(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(b) সঞ্জীব চট্টোপাধ্যায়
(c) বুদ্ধদেব বসু
(d) সমরেশ বোস
উঃ (b)


43.বাঙালী কার্টুন চরিত্র 'নন্টে-ফন্টে'র রচয়িতা কে?
(a) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(c) নারায়ণ সান্যাল
(b) নারায়ণ দেবনাথ
(d) নারায়ণ শিকদার
উঃ (c)


44.মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদ-এর মতো ?
(a) সিতোর
(b) রাবার
(c) ঘিজাক
(d) চাংঘ
উঃ (b)


45.রোহিঙ্গা - পজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা ?
(a) রাখিন
(b) কাচিন
(c) চিন
(d) উপরোক্ত কোনটিই নয়
উঃ (a)

 ব্যাখ্যা : মায়ানমার : রাজধানী – নেপিডো; সরকারি ভাষা - বৰ্মী; মুদ্ৰা - কিয়াত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ