Question of
Good Try!
You Got out of answers correct!
That's
16. ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত?
(a) 17নং ধারা
(b) 18নং ধারা
(c) 19 নং ধারা
(d) 20নং ধারা
উঃ (a)
ব্যাখ্যা : ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত। 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাশ হয়। এই আইনটির বর্তমান নাম হলো প্রটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, 1955.
17.ভারতীয় সংবিধানের 23তম ধারায় কী বলা হয় ?
(a) ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ
(b) মানুষ পাচার নিষেধকরণ
(c) বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ
(d) উপরোক্ত কোনোটিই নয়
উঃ (b)
ব্যাখ্যা : ভারতের 23 ও 24 নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা ঘোষণা করে। 23 নম্বর ধারা অনুযায়ী বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয়-বিক্রয়, বেগার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ অর্থাৎ নাগরিকের উপর শোষণ নিষিদ্ধ।
18.কোন প্রধানমন্ত্রীর আমলে, কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়?
(a) ইন্দিরা গান্ধি, 1981
(b) রাজীব গান্ধি, 1989
(c) নরসিমহা রাও, 1922
(d) অটল বিহারী বাজপেয়ী, 1998
উঃ (b)
ব্যাখ্যা : ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছরে নামিয়েছে। এটি ভারতীয় সংবিধানের 326 ধারার সংশোধনের সাথে জড়িত। এটি ভারতীয় সংবিধানের 326 ধারার সংশোধনের সাথে জড়িত।
19. সংকট উয়তার নীচে, উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ—
(a) অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে
(b) অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়
(c) অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে
(d) অণুগুলি গোলাকার
উঃ (c)
ব্যাখ্যা : কোনো গ্যাসের উষ্ণতা ন্যূনতম যে মানের হলে কোনো পরিমাণ চাপ প্রয়োগেই একে আর তরলে পরিণত করা যায় না, তাকে সংকট উষ্ণতা বলে। সংকট উষ্ণতার নীচে গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তা তরলে পরিণত হয়। গ্যাসীয় পদার্থের মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম কিন্তু যখন সংকট উষ্ণতার নীচে কোন গ্যাসীয় পদার্থকে চাপ দেওয়া হয় তখন এদের মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায় ফলে এরা তরলে পরিণত হয় ।
20. শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলির রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সূরক্ষা পদ্ধতিটি হল
(a) আর্থিং
(b) ফিউজ ব্যবহার করা
(c) স্টেবিলাইজার ব্যবহার করা
(d) বৈদ্যুতিন মিটার ব্যবহার করা।
উঃ (b)
ব্যাখ্যা : ফিউজ তার টিন (Sn) = 25% ও সীসা (Pb) = 75%-এর দ্বারা তৈরি। বৈশিষ্ট্য : উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক। ওই তার একটি নির্দিষ্ট সীমার বেশি তড়িৎপ্রবাহ সহ্য করতে পারেনা। শর্টসার্কিট : কোনো কারণে লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে প্রচুর তাপ উৎপন্ন হয় ফলে তারটি গলে গিয়ে মেইন লাইন থেকে বাড়ির লাইনের সংযোগ নষ্ট করে দেয়।
21. সূর্যের শক্তি উৎপন্ন হয়
(a) H এবং He পরমাণুর রাসায়নিক বিক্রিয়া দরুন।
(b) H এবং He পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।
(c) He পরমাণুর ফিশন বিক্রিয়ার দরুন।
(d) H পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন।
উঃ (b)
ব্যাখ্যা : যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে এক বা একাধিক ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশন (fu- sion) বিক্রিয়া বলে। যেমন হাইড্রোজেনের দুইটি আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রিশিয়াম যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে থাকে। এই বিক্রিয়াটি সূর্যে ঘটে এবং এটিই সূর্যের সমস্ত শক্তির উৎস।
22.বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে। সাধারণ ব্যবহার হয়—
(a) সালফার
(b) গ্লাফাইট
(c) পিভিসি
(d) উপরোক্ত সবকটিই
উঃ (c)
ব্যাখ্যা : পিভিসি হল পলিভিনাইল ক্লোরাইড। এটি বৈদ্যুতিক তারে একটি অন্তরক হিসেবে কাজ করে।
23.রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয়, তা হল
(a) তড়িৎ প্রবাহমাত্রা
(b) বিভব পার্থক্য
(c) তড়িতের পরিমাণ
(d) বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণ দুটিই
উঃ (b)
ব্যাখ্যা : যখন কোন বর্তনীতে সবগুলো রোধের প্রথম প্রান্ত একটিমাত্র সাধারণ বিন্দুতে এবং অপরপ্রান্ত অপর একটিমাত্র সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন সে বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানের বিভব পার্থক্য একই থাকে।
24.তেস্ক্রিয়তার SI একক হল
(a) অ্যাম্পিয়ার
(b) ভোল্ট
(c) বেকারেল
(d) কুরী
উঃ (c)
ব্যাখ্যা : অ্যাম্পিয়ার ---- তড়িৎ প্রবাহ | ভোল্ট---- বিভব প্রভেদ
তেজস্ক্রিয়তার S.I. একক হলো বেকারেল। এছাড়া তেজস্ক্রিয়তার আরো দুটি পুরানো একক আছে -- কুরি এবং রাদারফোর্ড।
25.একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে ?
(a) 64
(b) 16
(c) 32
(d) 128
উঃ (a)
ব্যাখ্যা : গ্যাসের আণবিক ওজন = 2 × বাষ্প ঘনত্ব = 2 × 32 = 64
26. যখন NaCI-কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+-এর চারপাশে
(a) Cl- আয়ন থাকে
(b) Na+ আয়ন থাকে
(c) Na+ এবং CI- আয়ন থাকে
(d) H2O আয়ন থাকে
উঃ (d)
ব্যাখ্যা : NaCl জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরিন আয়নে বিশ্লেষিত হয়। এই সোডিয়াম আয়নের চারিদিকে জলের হাইড্রক্সাইড আয়ন (OH-)থাকে।
27.চালের জলে (মাড়) কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল-কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে, চালের জলে (মাড়) রয়েছে—
(a) চর্বি
(b) জটিল প্রোটিন
(c) শ্বেতসার
(d) সাধারণ প্রোটিন
উঃ (c)
ব্যাখ্যা : শ্বেতসারের সঙ্গে আয়োডিন যুক্ত হয়ে দ্রবণটি নীল কালো রঙের করে দেয়। শ্বেতসারে উপস্থিত আমাইলোজ আইডিনের সঙ্গে বিক্রি করে এই রঙিন যৌগটি তৈরি করে।
28.ক্যালশিয়াম কার্বনেট ক্যালশিয়ামের শতকরা মাত্র কত ?
(a) 50
(b) 10
(c) 40
(d) 100
উঃ (c)
ব্যাখ্যা : ক্যালসিয়াম কার্বনেট (CaCO,)এর আণবিক ওজন 100 (40+12+16×3) এবং ক্যালসিয়ামের ওজন 40। অতএব ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা মাত্রা 40.
29.Na†, Fe2+, Co+ এবং Zn2+-এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয় ?
(a) Na+ এবং Co3+
(b) Fe2+ এবং Co3+
(c) Fe2+ এবং Zn2+
(d) Na+ এবং Zn2+
উঃ (d)
ব্যাখ্যা : পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম (Sc) থেকে জিঙ্ক (Zn) পর্যন্ত 10 টি মৌলকে এবং পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম (Y) থেকে ক্যাডমিয়াম (Cd) পর্যন্ত 10 টি মৌলকে তাদের কয়েকটি বিশেষ ধর্মের জন্য সন্ধিগত মৌল বলে।এই মৌল গুলি একাধিক যোজ্যতা বিশিষ্ট। পর্যায় সারণিতে মোট সন্ধিগত মৌলের সংখ্যা 20 . সন্ধিগত মৌলের উদাহরণ হল- স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাংগানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক, ক্যাডমিয়াম, সিসা।
30.স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে
(a) Ni এবং Cr
(b) Cu এবং Cr
(c) Ni এবং Cu
(d) Cu এবং Zn
উঃ (a)
ব্যাখ্যা : স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে নিকেল, ক্রোমিয়াম এবং কার্বনের সাথে।
0 মন্তব্যসমূহ