PSC Miscellaneous Prelims 2019 Part_1 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

PSC Miscellaneous Prelims 2019 Part_1 Questions Papers with answer & Analysis with Explanation in Bengali

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

1. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল ?
(a) মাইশোর
(b) আইহোল
(c) হাম্পি
(d) কাঞ্চিপুরম্
উঃ (c) 

ব্যাখ্যা বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন তুলুভ বংশের কৃষ্ণদেব রায়। তিনি বাবরের সমসাময়িক ছিলেন। তিনি অমুক্তমাল্যদা নামে তেলেগু ভাষায় একটি গ্রন্থ রচনা করেন। 


2.ভারতের জাতীয় পতাকার চূড়ান্তরূপ দেন কোন শিল্পী ?
(a) সরোজিনী নাইডু
(b) আচার্য কৃপালানী
(c) পিালী ভেঙ্কাইয়া
(d) সর্দার বল্লভভাই প্যাটেল
উঃ (c) 

ব্যাখ্যা : ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালী  ভেঙ্কাইয়া ।


3.ঋক্ বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?
(a) কুরুক্ষেত্র
(c) একশত রাজার
(b) দশ রাজার
(d) দেব-অসুর
উঃ (b) 

ব্যাখ্যা : ঋগবেদের সপ্তম মন্ডলে উল্লেখ আছে, ভরত গোষ্ঠী ভুক্ত রাজা সুদাসের সঙ্গে দশ রাজার যুদ্ধ হয় পুরুষানি বা রাভী নদীর তীরে। যুদ্ধে রাজা সুদাস জয়ী হন।


4.সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
(a) মহেঞ্জোদারো
(b) হরপ্পা
(c) কালিবঙ্গান
(d) ধোলাভিয়া
উঃ (d) 

ব্যাখ্যা : ধোলাভিরায় একটি শিলালিপি পাওয়া গেছে যেটি দেখতে অনেকটা সাইনবোর্ডের মতো এবং সেখানে দশটি বড় হরপ্পা শীলের ন্যায় চিহ্ন পাওয়া যায়। এখানে জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল।


5.কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত ?
(a) হুমায়ুন
(b) আকবর
(c) জাহাঙ্গীর
(d) আওরঙ্গজেব
উঃ (c) 

ব্যাখ্যা : জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে অবস্থিত।


6. 'মোপ্‌লা' অভ্যূত্থান ছিল মূলত একটি
(a) উপজাতি আন্দোলন
(b) কৃষক আন্দোলন
(c) সাম্প্রদায়িক আন্দোলন
(d) বিপ্লবী আন্দোলন
উঃ (c) 

ব্যাখ্যা : 1921 সালের মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি সাম্প্রদায়িক আন্দোলন। এটিই প্রথম ভারতের জাতিগত আন্দোলন যেটি মালাবার উপত্যকা অঞ্চলে ঘটেছিল।


7.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন-
(a) ঐতেরেয় ব্রাক্ষ্মণ
(b) তৈত্তিরীয় সংহিতা
(c) শতপথ ব্রাহ্মণ
(d) পরাশর সংহিতা
উঃ (d) 

ব্যাখ্যা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। যদিও বিধবা বিবাহ বিলটি লর্ড ডালহৌসির আমলে ওঠে, লর্ড ক্যানিং এর স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়।


8.দিল্লীর কোন সুফি দরগার গায়করা বলি সংগীত পেয়েছেন?
(a)হজরত নিজামুদ্দিন
(b) বাগ্‌-এ- বেদিল
(c) নাসিরুদ্দিন চিরাগ
(d) আবুল আকবর
উঃ (a) 


9. নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল-সীমান্ত নেই?
(a) চিন
(b) মিয়ানমার
(c) আফগানিস্তান
(d) উপরোক্ত কোনোটিই নয়
উঃ (d)


10. নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে?
(a) বাংলাদেশ
(b) পাকিস্তান
(c) নেপাল
(d) ভুটান
উঃ (a) 


11.হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
(a) সিমলা
(b) দার্জিলিং
(c) গৌহাটি
(d) লাদাখ
উঃ (d) 

ব্যাখ্যা : হেমিস জাতীয় উদ্যান হল ভারতের লাদাখে অবস্থিত একটি জাতীয় উদ্যান যা বিশ্বব্যাপী তার তুষার চিতাবাঘের (Snow Leopard) জন্য বিখ্যাত ৷


12. ‘নামচা বারওয়া’ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে ?

(a) গঙ্গা
(b) যমুনা
(c) ব্রহ্মপুত্র
(d) জলঙ্গী
উঃ (c) 

ব্যাখ্যা : তিব্বতের মানস সরোবর ও কৈলাস পর্বতের মধ্যবর্তী চেমায়ুং-দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামচাবাওয়ার নিকট পাসিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদ ডিহং নামে ভারতে প্রবেশ করেছে। ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তার সাথে মিলিত হয়েছে।


13.নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়?
(a) শিবালিক
(b) সহ্যাদ্ৰী
(c) হিমাদ্রী
(d) হিমাচল
উঃ (b) 

ব্যাখ্যা : সহ্যাদ্রি হলো পশ্চিমঘাট পর্বত যেটি তাপ্তি উপত্যকা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ অগস্থ্যকুটম।


14. ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়?
(a) একটিমাত্র নাগরিকত্ব
(b) দ্বৈত নাগরিকত্ব
(c) রাজ্য ও রাষ্ট্রের দুই নাগরিকত্ব
(d) বিবিধ নাগরিকত্ব
উঃ (a) 

ব্যাখ্যা : ভারতের সংবিধানে নাগরিকত্বের ধারণাটি এসেছে ইংল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব অনুসরণ করা হয়েছে। ভারতে কোন দ্বিনাগরিকতা চালু নেই। ভারতে রয়েছে ওভারসিস সিটিজেনসিভ অফ ইন্ডিয়া (OCI).


15.নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না ?
(a) শিক্ষার অধিকার
(b) ধর্মীয় আচরণের অধিকার
(c) সাম্যের অধিকার
(d) সম্পত্তির অধিকার
উঃ (d) 

ব্যাখ্যা : 1978 সালে 44 তম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে (300 A ধারা)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ