বাংলা পেডাগগি | Bangla Pedagogy | 20 MCQ - Quiz and PDF in Bengali for Primary Tet & Ctet - Exam-1

বাংলা পেডাগগি | Bangla Pedagogy | 20 MCQ - Quiz and PDF in Bengali for Primary Tet & Ctet - Exam-1

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দ-ক্রম পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ এর মাধ্যমে-

(A) শিক্ষার্থীকে বিভিন্ন শব্দ শেখানো হয়।

(B) শব্দের উচ্চারণ, প্রতীকতা ও বানান শিক্ষা দেওয়া হয়।

(C) শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে সেজন্য শিক্ষা দেওয়া হয়

(D) সবকটি

Answer: Option B

বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের সময় সারণিতে হাতের লেখার | ক্লাস থাকা প্রয়োজন। এর প্রধান কারণ—

(A) সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি হিসেবে ব্যবহারিক গুরুত্ব 

(B) শিক্ষার্থীর সৃজনশীলতা এবং সৌন্দর্যচেতনা বাড়ানোর জন্য

(C) অবসর কাটানোর পদ্ধতি 

(D) সবগুলি

Answer: Option B

মাতৃভাষার অপরিহার্যতা বোঝাতে আমরা কার নাম করতে পারি ?

(A) স্বামী বিবেকানন্দ

(C) রবীন্দ্রনাথ ঠাকুর

(B) ড. রাজেন্দ্র প্রসাদ

(D) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন

Answer: Option C

শিক্ষাকে বাস্তবের সঙ্গে যুক্ত করতে হলে, জীবনকেন্দ্রিক করতে হলে-

(A) মাতৃভাষার শিক্ষা দিতে হবে

(B) সংস্কৃত ভাষার শিক্ষা দিতে হবে 

(C) রাষ্ট্রভাষায় শিক্ষা দিতে হবে

(D) ইংরেজি ভাষায় শিক্ষা দিতে হবে

Answer: Option A

রবীন্দ্রনাথের `কাবুলিওয়ালা` গল্পে দেখা যায় ছোট্ট মেয়ে মিনি | অত্যন্ত কথা বলে। মাতৃভাষার শিক্ষক অনেক শিশুর এই ! প্রবণতাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন?

(A) শ্রেণিকক্ষে শাসন করবেন

(B) তার এই অফুরন্ত জীবনীশক্তিকে ভাষা শিক্ষার কাজে লাগাবেন

(C) মুখবন্ধ করার জন্য মুখে আঙুল দিয়ে বসতে বলবেন 

(D) প্রত্যেক ক্লাসে তাকে কবিতা মুখস্থ ধরবেন

Answer: Option B

বানান শিক্ষার ক্লাসে শিক্ষক বিজ্ঞানভিত্তিক চার্ট বানিয়ে নিয়ে গেলেন। এই চার্ট কী ধরণের হবে?

(ক) চার্টে সহজ থেকে কঠিন বানান সাজানো থাকবে 

(B) শুধু সহজ বানানগুলোই চার্টে থাকবে

(C) শুধু কঠিন বানানগুলোই চার্টে থাকবে

(D) শুধুমাত্র যুক্তাক্ষরযুক্ত বানানগুলো চার্টে থাকবে 

Answer: Option A

পাঠদানের ক্ষেত্রে গৃহকাজ ( Homework) দেওয়া একটি অতি আবশ্যক পর্যায়। গৃহকাজের জন্য শিক্ষক কী ধরণের বিষয় নির্বাচন করবেন?

(A) সহজ প্রশ্নগুলি গৃহকাজের জন্য দেবেন

(B) সংক্ষিপ্ত এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি দেবেন 

(C) রচনাধর্মী এবং দক্ষতামুলক প্রশ্নগুলি গৃহকাজের জন্য বরাদ্দ করবেন

(D) সব ধরণের প্রশ্নই বাড়িতে কাজের জন্য দেবেন 

Answer: Option C

শিক্ষার্থী বইতে লিখিত আকারে যেটা দেখে তার মনে সেটাই গেঁথে যায়। এজন্য পাঠ্যপুস্তকের দায়বদ্ধতা রয়েছে। তাই—

(A) পাঠ্যপুস্তক মুদ্রণপ্রমাদ শূন্য হওয়া প্রয়োজন 

(B) পাঠ্যপুস্তককে ভালোবাসার জন্য আকর্ষনীয় হওয়া প্রয়োজন 

(C) পাঠ্যপুস্তক সবসময় সরকারি হওয়া প্রয়োজন 

(D) পাঠ্যপুস্তকের ভুলগুলি শিক্ষক সংশোধন করে দিলেই চলবে

Answer: Option A

সদ্যোজাত শিশুর ভাবপ্রকাশের একমাত্র মাধ্যম হল-

(A) কান্না

(C) হাত-পা নাড়া

(B) তাকিয়ে থাকা

(D) আঙুল চোষা

Answer: Option A

মূল্যায়নের (Evaluation) মাধ্যমে শিক্ষার্থীর শিখনের (Learning) কোন্ কোন্ উদ্দেশ্য পুরণ হয়েছে দেখা হয়?

(A) জ্ঞানমূলক উদ্দেশ্য ও বোধমূলক উদ্দেশ্য

(B) প্রয়োগমূলক উদ্দেশ্য ও দক্ষতামূলক উদ্দেশ্য

(C) শুধুমাত্র দক্ষতামূলক উদ্দেশ্য

(D) জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক উদ্দেশ্য

Answer: Option D

বাংলা শিক্ষক সহপাঠক্রমিক কার্যাবলির প্রতি অত্যন্ত আগ্রহী। তাই তিনি তাঁর ছাত্রদের নিয়ে বাংলা ভাষায় একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর-

(A) প্রতিযোগিতার প্রতি ভয় কমে যাবে

(B) বাংলা ভাষাকে ভালোবাসবে

(C) ব্যক্তিত্বের বিকাশ ঘটবে

(D) (খ) ও (গ) উভয়ই

Answer: Option D

প্রাক্-প্রাথমিক স্তরকে `পুস্তকবিহীন স্তর` বলা হলেও এই স্তরে কিছু কিছু বই পড়ানো যেতে পারে বইগুলি কী ধরণের হওয়া বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন। 

(A) বইগুলি ছড়া ছবির বই হতে হবে

(B) সহজসরল ভাষায় লেখা হতে হবে

(C) বইয়ের হরফ স্পষ্ট, বড়ো হবে এবং দামি কাগজে  ছাপতে হবে

(D) সবগুলি 

Answer: Option D

 বাংলাভাষা শিক্ষার ক্ষেত্রে খেলা কোন স্তরে সব থেকে বেশি প্রযোজ্য বলে আপনি মনে করেন?

(A) প্রাক্-প্রাথমিক স্তরে 

(B) প্রাথমিক স্তরে

(C) মাধ্যমিক স্তরে

(D) উচ্চমাধ্যমিক স্তরে

Answer: Option A

শিক্ষক/শিক্ষিকার শিক্ষণরীতিতে আবশ্যিক কাজ হল ব্ল্যাকবোর্ড ব্যবহার। বাংলা ভাষা শিক্ষককেও এই ব্ল্যাকবোর্ড ব্যবহার যথাযথভাবে করতে হবে-

(A) হাতের লেখা সুন্দর এবং সুস্পষ্ট হওয়া প্রয়োজন 

(B) রঙিন চক ব্যবহার প্রয়োজন

(C) সাদা বোর্ড ব্যবহার করা প্রয়োজন 

(D) সবগুলি 

Answer: Option A

 অঞ্জনবাবু এবং মানসবাবু দুজনেই বাংলা ভাষা শিক্ষক। ছাত্রছাত্রীরা অঞ্জনবাবুকে ভালোবাসে কিন্তু মানসবাবুকে খুব একটা পছন্দ করে না। এই বৈষম্যের জন্যে নীচের কোন কারণটি যথাযথ বলে আপনার মনে হয়- 

(A) প্রধান শিক্ষককে অনুগত হওয়ার প্রয়োজন 

(B) ছাত্রছাত্রীদের সবসময় পুরস্কার দেওয়া প্রয়োজন 

(C) উপযুক্ত রসবোধ থাকা প্রয়োজন যাতে ভাবগম্ভীর বিষয়কে শিক্ষক সহজভাবে পরিবেশন করতে পারেন। 

(D) ছাত্রছাত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া প্রয়োজন। 

Answer: Option C

কোনও বিষয়বস্তু সম্পর্কে সাধারণ ধারণা পেতে হলে যে পাঠের প্রয়োজন তাকে ধারণা পাঠ (Comprehensive Study) বলে। এই ধারণা পাঠের জন্য প্রয়োজন- 

(A) টিভিতে প্রতিদিন খবর শোনা এবং তা আয়ত্ত করা 

(B) সংবাদপত্র, সাময়িক পত্রপত্রিকা বা গল্পগ্রন্থ পড়া 

(C) ব্যাকরণ বইগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া

(D) সাহিত্যের ইতিহাস পড়া

Answer: Option B

নিচু স্তরে খেলাধুলোর মাধ্যমে বানান শিক্ষাদান বিজ্ঞানসম্মত করা যেতে পারে?

(A) `কর` শব্দটির `র` পরিবর্তন করে কতগুলি শব্দ তৈরি করতে বলা যেতে পারে

(B) নতুন নতুন শব্দ মাটি দিয়ে বানানো যেতে পারে 

(C) ড্রইং বুকে রং-তুলি দিয়ে অনেক শব্দ লেখা যেতে পারে 

(D) এর কোনওটিই নয়

Answer: Option A

মাতৃভাষা তথা বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পরিভাষা জানা বিশেষ প্রয়োজন। পরিভাষা বলতে কী বোঝেন?

(A) পর্যাপ্ত ভাষা

(B) পরিপূরক ভাষা

(C) বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ বা সংজ্ঞা

(D) পরিণত ভাষা

Answer: Option A

 বাংলাভাষার প্রশ্নপত্রে শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্নই যদি থাকে তাহলে তা উত্তম মানের প্রশ্নপত্র হবে না কেন ?

(A) শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন ছাত্রছাত্রীর সৃজনশীতলার বিকাশ ঘটাতে সক্ষম নয়

(B) নৈর্ব্যক্তিক প্রশ্নের সব উত্তর দিতে অনেক সময় লাগে 

(C) এই প্রশ্নের মাধ্যমে স্মৃতিশক্তির বিচার করা যায় না 

(D) শুধু নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকলে প্রশ্নপত্রের পাতা বেড়ে যায় 

Answer: Option A

শিশুর শিক্ষা শুরু হওয়া উচিত মাতৃভাষার মাধ্যমে। কারণ—

(A) মায়ের ভাষা বলে

(B) ইংরেজি ভাষা শিশুর কাছে শক্ত বলে

(C) বিদেশি ভাষা লোকে বোঝে কম বলে

(D) মাতৃভাষার মাধ্যমে সবথেকে বেশি নিজেকে প্রকাশ করা সম্ভব বলে

Answer: Option D

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ