Exam -7 | বাছাই করা ইতিহাসের প্রশ্ন | প্রতিটি চাকরির পরিক্ষার জন্য | for Wbcs|miscellaneous|food si|clerk ship Upper primary tet| police| Ctet upper primary

Exam -7 | বাছাই করা ইতিহাসের প্রশ্ন | প্রতিটি চাকরির পরিক্ষার জন্য | for Wbcs|miscellaneous|food si|clerk ship Upper primary tet| police| Ctet upper primary

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

 1. কে ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন ?

(A) ফখরুদ্দীন আলীর

(B) আবুল ফজল

(C) বাদাউনী

(D) ইবনে বতুতা

উত্তর: (C) বাদাউনী

2 .অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে ?

(A) শচীন্দ্রকুমার বসু

(B) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:  (A) শচীন্দ্রকুমার বসু

3: .ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?

(A) ১৮৮৫ সালে

(B) ১৮৮৪ সালে

(C) ১৮৮৩ সালে

(D) ১৮৮৬ সালে

উত্তর:  (C) ১৮৮৩ সালে

4: ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?

(A) ১৮৬৭ সালে

(B) ১৮৬৬ সালে

(C) ১৮৬৮ সালে

(D) ১৮৬৯ সালে

উত্তর: (B) ১৮৬৬ সালে

5 .অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(A) শিশির কুমার ঘোষ

(B) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (A) শিশির কুমার ঘোষ

6.পরিব্রাজক রচনা করেন কে?

(A) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(B) রবীন্দ্রনাথ ঠাকুর

(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(D) স্বামী বিবেকানন্দ

উত্তর: (D) স্বামী বিবেকানন্দ

7 .কোল বিদ্রোহ হয় কত সালে?

(A) ১৮৩৩ সালে

(B) ১৮৩২ সালে

(C) ১৮৩১ সালে

(D) ১৮৩৪ সালে

উত্তর: (C) ১৮৩১ সালে

8 .খিলাফত আন্দোলন হয় কত সালে?

(A) ১৯১৯ সালে

(B) ১৯২০ সালে

(C) ১৯২১ সালে

(D) ১৯২২ সালে

উত্তর: (B) ১৯২০ সালে

9. দুদুমিয়া কে ছিলেন?

(A) ফরাজি আন্দোলনের নেতা

(B) নীল বিদ্রোহের নেতা

(C) মারাঠা বিদ্রোহের নেতা

(D) সাঁওতাল বিদ্রোহের নেতা

উত্তর: (A) ফরাজি আন্দোলনের নেতা

10 .বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?

(A) ১৮৬৭ সালে

(B) ১৮৬৫ সালে

(C) ১৮৬৬ সালে

(D) ১৮৬৪ সালে

উত্তর: (D) ১৮৬৪ সালে

11 .শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?

(A) স্বামী দয়ানন্দ সরস্বতী

(B) স্বামী শ্রদ্ধানন্দ

(C) স্বামী বিবেকানন্দ

(D) স্বামী বিবেকানন্দের ভাই

উত্তর: (A) স্বামী দয়ানন্দ সরস্বতী

12.ব্রহ্মানন্দ উপাধি কে পান?

(A) স্বামী বিবেকানন্দ

(B) রামকৃষ্ণ পরমহংস

(C) কেশব চন্দ্র

(D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর: (C) কেশব চন্দ্র

13 .ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?

(A) রামকৃষ্ণ পরমহংস

(B) কেশব চন্দ্র

(C) স্বামী বিবেকানন্দ

(D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর: (B) কেশব চন্দ্র

14 .বিশ্বম্ভর কার নাম ছিল?

(A) স্বামী বিবেকানন্দ

(B) রবীন্দ্রনাথ ঠাকুর

(C) রামকৃষ্ণ পরমহংস

(D) নিমাই

উত্তর: (D) নিমাই

15 .শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?

(A) বৈষ্ণব

(B) হিন্দু

(C) ইসলাম

(D) খ্রিস্টান

উত্তর: (A) বৈষ্ণব

16 .চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?

(A) গৃহস্থ

(B) ব্রহ্মচর্য

(C) বানপ্রস্থ

(D) সন্ন্যাস

উত্তর: (B) ব্রহ্মচর্য

17 .অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?

(A) শ্লোকাপুরুষ

(B) নাগার্জুন

(C) পোদ্দন

(D) ভার্গব

উত্তর: (C) পোদ্দন

18.নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?

(A) প্রথম দেবে রায়ের আমলে

(B) দ্বিতীয় দেবে রায়ের আমলে

(C) তৃতীয় দেবে রায়ের আমলে

(D) চতুর্থ দেবে রায়ের আমলে

উত্তর: (A) প্রথম দেবে রায়ের আমলে

19 .বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

(A) মুহাম্মদ শাহ

(B) ফিরোজ শাহ

(C) আলাউদ্দিন বাহমন শাহ

(D) কৃষ্ণদেব বাহমনি

উত্তর: (B) ফিরোজ শাহ

20 .ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে ?

(A) ১৮০৩ সালে

(B) ১৮০১ সালে

(C) ১৮০২ সালে

(D) ১৮০০ সালে

উত্তর: (D) ১৮০০ সালে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ