Exam -6 | বাছাই করা ইতিহাসের প্রশ্ন | প্রতিটি চাকরির পরিক্ষার জন্য | for Wbcs|miscellaneous|food si|clerk ship Upper primary tet| police| Ctet upper primary

Part -5 | বাছাই করা ইতিহাসের প্রশ্ন | প্রতিটি চাকরির পরিক্ষার জন্য |

Question of

Good Try!
You Got out of answers correct!
That's

1. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?

(A) মাদ্রাজ চুক্তি
(B) লন্ডন চুক্তি
(C) দিল্লি চুক্তি
(D) কলকাতা চুক্তি

উত্তর: (C) দিল্লি চুক্তি

2. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?

(A) অচ্যুতচরণ চৌধুরী
(B) রামপ্রসাদ বিসমিল
(C) প্রফুল্ল চাকী
(D) ক্ষুদিরাম বসু

উত্তর: (B) রামপ্রসাদ বিসমিল

3. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
(A) ১৯৩০ সালে
(B) ১৯৩১ সালে
(C) ১৯৩২ সালে
(D) ১৯৩৩ সালে

উত্তর: (A) ১৯৩০ সালে

4. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
(A) ১৯১৮ সালে
(B) ১৯১৭ সালে
(C) ১৯১৯ সালে
(D) ১৯২০ সালে

উত্তর: (B) ১৯১৭ সালে

5. রাওলাট আইন পাস হয় কত সালে?

(A) ১৯২২ সালে
(B) ১৯২০ সালে
(C) ১৯২১ সালে
(D) ১৯১৯ সালে

উত্তর: (D) ১৯১৯ সালে

6. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?

(A) ১৯১৭ সালে
(B) ১৯১৮ সালে
(C) ১৯১৯ সালে
(D) ১৯২০ সালে

উত্তর: (B) ১৯১৮ সালে

7. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

(A) ভারতের ব্রিটিশ ভারতের নাগপুরে
(B) ভারতের চম্পারনে
(C) ভারতের খুলনার সাতক্ষীরায়
(D) দক্ষিণ আফ্রিকার নাটালে

উত্তর: (D) দক্ষিণ আফ্রিকার নাটালে

8. ভারতে গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

(A) দক্ষিণ আফ্রিকার নাটালে
(B) ভারতের চম্পারনে
(C) ভারতের খুলনার সাতক্ষীরায়
(D) ভারতের ব্রিটিশ ভারতের নাগপুরে

উত্তর: (B) ভারতের চম্পারনে

9. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

10. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
(A) ১৮৭৮ সালে
(B) ১৮৭৬ সালে
(C) ১৮৭৭ সালে
(D) ১৮৭৫ সালে

উত্তর: (D) ১৮৭৫ সালে

11. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?

(A) জাহাঙ্গীর
(B) আওরঙ্গজেব
(C) ফারুকশিয়ার
(D) শাহজাহান

উত্তর: (C) ফারুকশিয়ার

12. পাটলিপুত্র কোথায় অবস্থিত?

(A) গঙ্গা-যমুনা নদীর সঙ্গমে
(B) গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর সঙ্গমে
(C) গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
(D) সিন্ধু-বিতস্তা নদীর সঙ্গমে

উত্তর: (C) গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে

13. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?

(A) ১৭৮৬ সালে
(B) ১৭৮৫ সালে
(C) ১৭৮৪ সালে
(D) ১৭৮৭ সালে

উত্তর: (B) ১৭৮৪ সালে

14. বৃহৎকথা কে লেখেন?

(A) অশ্বঘোষ
(B) বাণভট্ট
(C) দণ্ডী
(D) গুণাঢ্য

উত্তর: (A) গুণাঢ্য

15. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

(A) উইলিয়াম জোন্স
(B) রবার্ট ক্লাইভ
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ক্লাইভ

উত্তর: (A) উইলিয়াম জোন্স

16. সগৌলির সন্ধি হয় কত সালে?

(A) ১৮১৪ সালে
(B) ১৮১৫ সালে
(C) ১৮১৬ সালে
(D) ১৮১৭ সালে

উত্তর: (C) ১৮১৬ সালে

17. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?

(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
(B) চম্পারনের সত্যাগ্রহে
(C) ব্রিটিশ বিরোধী আন্দোলনে
(D) ভারতীয় জাতীয় কংগ্রেসে

উত্তর: (A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে

18. বন্দীজীবন কে লেখেন?

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(C) শচীন সান্যাল
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (C) শচীন সান্যাল

19 .হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?

(A) ১৮৬৭ সালে
(B) ১৮৬৮ সালে
(C) ১৮৬৯ সালে
(D) ১৮৭০ সালে

উত্তর: (A) ১৮৬৭ সালে

20. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?

(A) রামপ্রসাদ বিসমিল
(B) ফাঁড়কে
(C) ক্ষুদিরাম বসু
(D) প্রফুল্ল চাকী

উত্তর: (B) ফাঁড়কে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ