Question of
Good Try!
You Got out of answers correct!
That's
25 October 2023 Current Affairs | Daily Current Affairs | 20 October 2023 News
প্রশ্ন ১: জাতি সংঘ দিবস পালন করা হয় কবে?
(A) ২২শে অক্টোবর
(B) ২৩শে অক্টোবর
(C) ২৪শে অক্টোবর
(D) ২৫শে অক্টোবর
উত্তর: (C) ২৪শে অক্টোবর
প্রশ্ন ২:রকেট লঞ্চার গুলিকে নিষ্ক্রিয় করতে কোন দেশ “Iron Sting” সিস্টেম আনলো?
(A) ইজরায়েল
(B) ভারত
(C) যুক্তরাষ্ট্র
(D) চীন
উত্তর: (A) ইজরায়েল
প্রশ্ন ৩:Kotak Mahindra Bank-এর নতুন CEO ও ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রাহুল জয়পাল
(B) চিত্ত রবি
(C) অশোক ভাস্বানি
(D) উমেশ শর্মা
উত্তর: (C) অশোক ভাস্বানি
প্রশ্ন ৪:হার্ভার্ড ল স্কুলের দ্বারা "Award For Global Leadership”-এ কাকে সম্মানিত করা হয়েছে?
(A) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
(B) ভারতের প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড়
(C) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন
(D) জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস
উত্তর: (B) ভারতের প্রধান বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড়
প্রশ্ন ৫:ODI ক্রিকেট দ্রুততম ২০০০ রান সম্পূর্ণকারী ব্যাটার হলেন কে?
(A) শিখর ধাওয়ান
(B) রোহিত শর্মা
(C) বিরাট কোহলি
(D) শুবমান গিল
উত্তর: (D) শুবমান গিল
প্রশ্ন ৬:সম্প্রতি ৭৭ বছর বয়সে মারা গেলেন ভারতের কোন প্রাক্তন ক্রিকেটার?
(A) BS চন্দ্রশেখর
(B) ইন্তিখাব আলম
(C) EAS প্রসন্ন
(D) বিশান সিং বেডি
উত্তর: (D) বিশান সিং বেডি
প্রশ্ন ৭:সম্প্রতি 'Project 'Udbhav' লঞ্চ করলেন কে?
(A) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(B) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
(C) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
(D) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
উত্তর: (B) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
প্রশ্ন ৮:বিশ্বকাপে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কোন ভারতীয় বোলার?
(A) মোহাম্মদ শামি
(B) যুবরাজ সিং
(C) জাহির খান
(D) ঋষভ পন্ত
উত্তর: (A) মোহাম্মদ শামি
প্রশ্ন ৯:2023 World Health Summit কোন দেশে হোস্ট করা হয়েছিল?
(A) ভারতের দিল্লি
(B) জার্মানির বার্লিন
(C) চীনের বেইজিং
(D) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক
উত্তর: (B) জার্মানির বার্লিন
প্রশ্ন ১০:প্রিঅর্ডার খাবার ডেলিভার করার জন্য কোন কোম্পানি Zomato কোম্পানির সাথে টাই আপ করেছে?
(A) SpiceJet
(B) Air India
(C) Indian Railways
(D) IRCTC
উত্তর: (D) IRCTC
0 মন্তব্যসমূহ