PSC Miscellaneous Previous year Question (CDP) 2018 in Bengali Practice Set - 1



PSC Miscellaneous Previous year Question (CDP) 2018 in Bengali Practice Set - 1

Question of

Good Try!
You Got out of answers correct!
That's



1. হিন্দু  উত্তরাধিকার আইন কীসের জন্য  দায়ী ?

(A) জমির কম উৎপাদনশীলতা

(B) কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না

(C) জলসেচ ব্যবস্থার সুবিধা না থাকা 

(D) ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ তৈরি

Answer: Option D

2. মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহৃত হয় ? 

(A) ট্রাস্কুইলাইজার

(B) অ্যান্টিপাইরোটিক্স

(C) অ্যানালজেসিক্স 

(D) অ্যান্টিবায়োটিক্স 

Answer: Option B

৩.ফার্সি ভাষায় কোন শিখগুরু 'ফরনামা' নামক বইটি রচনা করেন ?

(A) গুরু হররাই 

(B) গুরু হরকিষেণ 

(C) গুরু গোবিন্দ সিং 

(D) গুরু তেগবাহাদুর

Answer: Option A

4. কাজের বিনিময়ে খাদ্য (Food for work programme) কবে চালু হয় ?

(A) 1974-75 

(B) 1975-76

(C) 1977-78 

(D) 1979-80

Answer: Option C

5. 'চুক্কার' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

(A) সাঁতার 

(B) শুটিং

(C) পোলো 

(D) টেনিস

Answer: Option C

6. নীচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল ?

(A) COBOL 

(B) BASIC 

(C) FORTRAN 

(D) PASCAL 

Answer: Option C

7. ভারতে কোন উপজাতির সংখ্যা সব থেকে বেশি?

(A) ভীল 

(B) কোল

(C) সাঁওতাল 

(D) মুণ্ডা

Answer: Option C

৪. নীচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই?

(A) উপরাষ্ট্রপতি নির্বাচন

(B) অধ্যক্ষ নির্বাচন

(C) রাষ্ট্রপতির অপসারণ 

(D) সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ

Answer: Option B

9. কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?

(A) ককলিয়া 

(B) অটোলিখ 

(C) টিমপ্যানিক পর্দা 

(D) ইনকা 

Answer: Option B

10. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় ?

(A) 306 আর্ট

(B) 368 Art 

(C) 390 Art 

(D) 348 Art

Answer: Option B

11. কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে দু'ভাগ হয় ?

(A) ডঃ খুরানা কমিটি 

(B) নির্ণীথ অধিকারী কমিটি 

(C) ডঃ অশোকমিত্র কমিটি

(D) যতীন সেনগুপ্ত কমিটি 

Answer: Option C

12. দক্ষিণ তিব্বতের চুম্বী উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে?

(A) তিস্তা 

(B) তোর্সা

(C) রায়ডাক 

(D) মহানন্দা 

Answer: Option B

13. বেলজিয়ামের ওয়াইপ্রেস-এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল ?

(A) রাজভবন 

(B) হাই কোর্ট 

(C) টাউন হল 

(D) ভিক্টোরিয়া মেমোরিয়াল 

Answer: Option B

14. ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় ?

(A) যাদুগোড়া 

(B) ক্ষেত্রী 

(C) বেনতা 

(D) বরাকর

Answer: Option A

15. 'বার্নিং গ্লাস' কী?

(A) সমতল দর্পণ 

(B) উত্তল দর্পণ 

(C) অবতল দর্পণ 

(D) অবতল লেন্স সাফর

Answer: Option C

16. 'নাইন ডেজ ওয়ান্ডার' বইটি কে লিখেছেন?

(A) জন মেসফিল্ড 

(B) জর্জ বার্নার্ড শ 

(C) জন রীড 

(D) জর্জ অরওয়েল 

Answer: Option A

17. কোন পদার্থবিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি করেন ?

(A) বিক্রম সারাভাই

(B) প্রশান্তচন্দ্র মহালানবিশ 

(C) মেঘনাদ সাহা 

(D) সি. ভি. রমন 

Answer: Option C

18. রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্ভ্রান্ত দিবস কবে পালিত হয়?

(A) 15 মে 

(B) 20 জুন 

(C) 7 আগস্ট 

(D) 19 নভেম্বর 

Answer: Option B

19. 'মোররিথেরিয়াস' কোন প্রাণীর জীবাশ্ম ?

(A) ঘোড়া 

(B) হাতি

(C) কুকুর 

(D) গোরু

Answer: Option B

20. 'ল্যান্ড অফ হোয়াইট অর্কিড' নামে অভিহিত করা হয় কোন স্থানকে?

(A) দার্জিলিং 

(B) কার্ণিয়ান্ত 

(C) মেঘালয় 

(D) সিকিম

Answer: Option B

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ